বুকের ব্যথা নিয়ে ফের হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। বুধবার মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। জানা গেছে, লীলাবতী হাসপাতালে মেডিকেল চেক-আপের জন্য নেয়া হয়েছিল দিলীপ কুমারকে।
সম্প্রতি বুকে ব্যথা বাড়ায় শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন চিকিৎসকরা। ৯৫ বছরের অভিনেতাকে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তার স্ত্রী সায়রা বানু জানান, দিলীপ কুমারের মেডিকেল পরীক্ষার জন্য চিকিৎসকদের একটি দল গঠিত হয়েছে। যার মধ্যে নিউরোলজিস্ট, চেস্ট ফিজিশিয়ানরাও রয়েছেন। যতদিন তাঁকে হাসপাতালে রাখার পরামর্শ দেওয়া হবে, ততদিনই সেখানে থাকবেন বর্ষীয়ান অভিনেতা। সায়রা বানু টুইট করে সকলকে দিলীপ কুমারের জন্য প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার