নতুন মিউজিক ভিডিও নিয়ে হাজির হয়েছেন কণ্ঠশিল্পী মিলন। গানের শিরোনাম 'স্বপ্ন ভরা দুটি চোখে'। গানে মিলনের সহশিল্পী নিশ্চুপ বৃষ্টি।
রেইন মিউজিকের ব্যানারে প্রকাশিত এই গানটির কথা লিখেছেন সোহায়েল মাসুদ। গানটির সুর করেছেন মিলন এবং সংগীতায়োজন করেছেন এমএমপি রনি। সৌমিত্র ঘোষ ইমনের পরিচালনায় মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন মিলন ও শাকিলা।
গানটি প্রসঙ্গে মিলন বলেন, ‘দারুণ প্রেমের একটি গান। গানটি প্রকাশের পর ভালো সাড়া পেয়েছে।’
এদিকে আসিফ আকবরের ও প্রিয়া-২ এর সুর করার পর থেকে সুরকার হিসেবেও আলাদাভাবে উচ্চারিত হচ্ছে মিলনের নাম। চলতি সপ্তাহে আরেকটি ব্যানারে থেকে মিলনের মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। নিজের ব্যস্ততা নিয়ে মিলন বলেন, ‘আমি কাজের চেষ্টা করে যাচ্ছি। বাকীটা শ্রোতাদের হাতে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার