দুই মেয়ে রাবিয়াহ ও আরিশাকে নিয়ে ফের নিউইয়র্ক পাড়ি দিয়েছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। শুক্রবার সন্ধ্যায় তিনি বাংলাদেশ ত্যাগ করেছেন।
চলতি বছরের মে মাসে শ্রাবন্তীকে ডিভোর্স লেটার পাঠায় তার স্বামী খোরশেদ আলম। এরপর ২২ জুলাই এই ডিভোর্স লেটারকে অবৈধ দাবি করে ঢাকার পারিবারিক আদালতে ‘দাম্পত্য সত্ত্ব পুনরুত্থান’ মামলা করেন শ্রাবন্তী।
আগস্টের শুরুতেই তাদের দুই পক্ষকেই ডাকে আদালত। যেখানে দুই সন্তান নিয়ে হাজির ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী। তবে ডিভোর্সের সিদ্ধান্তে অনড় থাকেন স্বামী খোরশেদ আলম।
শ্রাবন্তীর দুই মেয়ে রাবিয়াহ ও আরিশা যুক্তরাষ্ট্রের নাগরিক। তাদের সুন্দর ভবিষ্যতের জন্য নিউইয়র্কেই বাস করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন শ্রাবন্তী।
বিডি প্রতিদিন/ফারজানা