সিডি ভিশনের ব্যানারে প্রকাশিত হয়েছে নতুন মিউজিক ভিডিও 'যে গল্পের শেষ নেই'। শিল্পী রোহান রাজের কণ্ঠে দুর্দান্ত একটি মিউজিক ভিডিও তৈরি করেছে সিডি ভিশন টিম।
গানের কথা লিখেছেন স. ম. শামসুল আলম। গানটির কম্পোজিশন করেছেন শিল্পী নিজেই। দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্যে চিত্রায়িত গানটিতে মডেল হয়েছেন শারিয়া আহাদ ও ইয়াসিন আহমেদ।
গানটি প্রসঙ্গে রোহান রাজ বলেন, দারুণ একটি রোমান্টিক গান হয়েছে। গানের কথাগুলো চমৎকার। ভিডিওটিও ভালো হয়েছে। আশা করছি, শ্রোতারা অপছন্দ করবেন না।
বিডি প্রতিদিন/ফারজানা