লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে প্রকাশিত হলো নতুন মিউজিক ভিডিও 'তোমাকে খুঁজি'। দীন ইসলাম শাহরুখের কণ্ঠে গানটির কথা ও সুর করেছেন আকিব খান অভির। আর মিউজিক কম্পোজ করেছেন শিল্পী শাহরুখ নিজেই।
এই গানের মডেল হিসেবে হাজির হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় দুই মুখ জোভান এবং তাসনুভা তিশা। ভিডিওটি পরিচালনা করেছেন মোহন আহমেদ।
কণ্ঠশিল্পী শাহরুখ
নতুন গান প্রসঙ্গে কণ্ঠশিল্পী শাহরুখ বলেন, একটি অন্যরকম প্রেমের গান এটি। এই সময়ের তরুণরা যে ধরনের গান পছন্দ করেন, গানটি সেরকমই একটা গান। আশা করছি শ্রোতারা নিরাশ হবেন না।
এটি ছাড়াও লায়নিকের ব্যানারে একই শিল্পীর একাধিক গান রিলিজের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/ফারজানা