ভারতীয় বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বানার্জির মৃত্যুর গুজব ছড়িয়েছে পড়েছে। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক পেজে হঠাৎই খবর শেয়ার করা হয়, 'অভিনেতা ভিক্টর বানার্জি আর নেই'। কিন্তু খবরটি ছিল আসলে গুজব।
বাংলা, হিন্দি, ইংরেজি ও অসামের সিনেমায় অভিনয় করেছেন ভিক্টর। তার অভিনয় দক্ষতা দর্শকের মনে দাগ কেটেছে বারবার। বাঙালীদের কাছে অভিনেতা ভিক্টর আলাদা একটা আবেগের নাম।
সত্যজিৎ রায়, মৃণাল সেন, শ্যাম বেনেগাল, রোমান পোলান্সকি, জেমস আইভোরি, স্যর ডেভিড লিন-এর মতো পরিচালকদের সঙ্গে কাজ করেছেন অভিনেতা ভিক্টর।
রবিবার দুপুরের দিকে ভিক্টরের মৃ্ত্যুর গুজব ছড়িয়ে পড়ে ফেসবুকে। পরে জানা যায়, অভিনেতা ভিক্টর সুস্থ আছেন।-জি-নিউজ
বিডি প্রতিদিন/২৩ জুন, ২০১৯/আরাফাত