পাকিস্তানে গান গেয়ে নিষিদ্ধ হয়েছেন জনপ্রিয় কণ্ঠ শিল্পী মিকা সিং। বলিউডের 'ভাইজান' সালমান খান যদি এই কণ্ঠ শিল্পীকে নিয়ে কাজ করেন তবে তার কপালে দুঃখ আছে বলে জানিয়েছে ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (এফডব্লিউআইসিই)।
সম্প্রতি করাচির একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মিকা সিং। সেখানে কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার জেরে ভারত-পাকিস্তান সাম্প্রতিক উত্তপ্ত পরিস্থিতিতে গান গাওয়ায় ভারতে নিষিদ্ধ করা হয় মিকা সিংকে।
এদিকে শিগগিরই আমেরিকার ছয়টি শহরে একই স্টেজে সালমান খান ও মিকা সিংয়ের পারফর্ম করার কথা। সালমান যেন মিকার সঙ্গে পারফর্ম না করেন এ ব্যাপারে এর আগেই তাকে সাবধান করে দিলো এফডব্লিউআইসিই।
সংগঠনটির সাধারণ সম্পাদক অশোক দুবে বলেছেন, ‘আমরা কাউকে ব্যান করেছি মানে অভিনেতা, পরিচালক এমন স্পট বয় কোনো টেকনিশিয়ান সেই শিল্পীর সঙ্গে কাজ করতে পারবেন না। মিকার সঙ্গে কাজ করলে সেই শিল্পীকেও ব্যান করা হবে। এমনকি মিকার সঙ্গে কাজ করলে সালমানকেও ব্যান করা হবে।’
বিডি প্রতিদিন/হিমেল