'বাধাই হো' ছবির পর ফের সেঞ্চুরি করলেন আয়ুষ্মান খুরানা। নুসরাত বারুচিয়ার সঙ্গে তার কমেডি ঘরানার ছবি 'ড্রিম গার্ল' এরইমধ্যে ১০০ কোটি রুপি আয় করেছে। এর আগে 'বাধাই হো' আয় করেছিল ১৩৭ কোটি রুপি। আয়ুষ্মানের অন্যতম আলোচিত ছবি 'আন্ধাদুন'র আয় ছিল ৭৪.৫ কোটি রুপি।
রোম্যান্টিক কমেডি 'ড্রিম গার্ল'র চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন রাজ সান্ডিল্য। ছবিতে আরও অভিনয় করেছেন অন্নু কাপুর, বিজয় রাজ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজেশ শর্মাসহ আরও অনেকে। যদিও এই সিনেমা প্রথম দিন থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল।
ড্রিম গার্ল ছবিটির সঙ্গে মুক্তি পেয়েছিল 'ছিছোড়ে', 'পল পল দিল কা পাস', 'দ্যা জোয়া ফ্যাক্টর'। ড্রিম গার্লের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে সবকটিই। সূত্র: হিন্দুস্থান টাইমস
বিডি প্রতিদিন/ফারজানা