একসঙ্গে জীবনের ট্রেন তাদের ধরা হয়নি। কিন্তু বলিউডকে ঘিরে সমান্তরাল ভাবেই যেন চলছে কারিনা কাপুর ও শাহিদ কাপুরের জীবনরেখা। ব্রেকআপের পরও উড়তা পাঞ্জাবে একসঙ্গে কাজ করেছিলেন তারা। দেরিতে হলেও এবার প্রাক্তন প্রেমিকের ছবি নিয়ে অকপটে মন্তব্য করলেন কারিনা। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সম্প্রতি ফিল্মফেয়ারকে দেয়া এক সাক্ষাৎকারে শাহিদ কাপুরের হিট ছবি কবির সিং নিয়ে মুখ খুললেন কারিনা। ছবিতে কিয়ারা আদভানিকে দেখা গেছে প্রীতির চরিত্রে, যে হাজার দোষ থাকার পরেও প্রেমিকের হাত ছাড়ে না। এই নিয়ে করিনা বলেন, ব্যক্তিগতভাবে তিনি এমন কোনও চরিত্রে বিশ্বাস করেন না। তিনি বলেন, ‘আমি এই ছবি দেখিনি। তাতে বিশেষ কোনও ফারাক পড়েছে বলে মনে হয় না। এই ছবি ৩০০ কোটির উপর ব্যবসা করেছে। এমন অনেক মানুষ আছেন যারা এই ছবিটি হলে গিয়ে দেখেছেন এবং এর মধ্যে এমন কিছু খুঁজে পেয়েছেন যা তাদের ভীষণ ভালো লেগেছে।’
কারিনা কাপুর মনে করেন, ‘মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই ছবি না দেখলে বক্স অফিসে এমন সাফল্য আসত না।’ একইসঙ্গে এই অভিনেত্রী আরও বলেন, ‘একদিকে যেমন প্রশংসা পেয়েছে এই ছবি, তেমনই অনেকেই এর বিরুদ্ধে মতামত প্রকাশ করেছেন। দুঃখের বিষয় হল, তাদের সেই স্বরকে ছাপিয়ে গিয়েছে উৎসাহী দর্শকের সংখ্যা।’
বিডি-প্রতিদিন/শফিক