১৪ অক্টোবর, ২০১৯ ০৯:১৫

বুসানে সেরার পুরস্কার পেলেন ইরাক ও ভিয়েতনামের নির্মাতারা

অনলাইন ডেস্ক

বুসানে সেরার পুরস্কার পেলেন ইরাক ও ভিয়েতনামের নির্মাতারা

'হাইফা স্ট্রিট' ছবির দৃশ্য

২৪ তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নিউ কারেন্ট বিভাগে যৌথভাবে পুরস্কার জিতে নিয়েছে ট্র্যান থান হাই নির্মিত ভিয়েতনামের ছবি 'রম' এবং মোহানাদ হায়াল নির্মিত ইরাক-কাতার যৌথ প্রযোজনার 'হাইফা স্ট্রিট'।

নিউ কারেন্ট বিভাগের জুরি মাইক ফিগিস রম ছবিটির প্রসঙ্গে বলেন, 'রম' ছবিতে বাস্তব লোকেশনের ব্যবহার করা হয়েছে যা বিচারকদের মুগ্ধ করেছে। ছবির শেষটাও সন্তোষজনক। আর 'হাইফা স্ট্রিট' ছবিটি বেশ পরিণত একটি ছবি। এতে নির্মাতার আত্মবিশ্বাসের ছাপ রয়েছে এবং ছবিতে সিনেমার ভাষাটাও ভালো অনুধাবন করা হয়েছে।

সারমাদ সুলতান খুসাতের 'সার্কাস অব লাইফ' (পাকিস্তান) ও প্রদীপ কুরবাহর মার্কেট (ভারত) পেয়েছে কিম জি-সিউক অ্যাওয়ার্ড।  

দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪ তম আসর শুরু হয়েছিল ২ অক্টোবর। উৎসবের পর্দা নেমেছে ১২ অক্টোবর। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর