রুক্মিণীর উড়লেন সুইজারল্যান্ড। তার সেই উড়ানে সঙ্গী দেব নয়। টলিপাড়ার অন্য এক হার্টথ্রব। আবির চট্টোপাধ্যায়। হ্যাঁ, ঠিক শুনছেন। আবির-ই এখন রুক্মিণীর নতুন হিরো।
আবির-রুক্মিণীর নতুন ছবি ‘সুইজারল্যান্ড’ আসছে এই গরমে। আর সেই ছবিরই ফার্স্টলুক অবশেষে প্রকাশ্যে এল বুধবার সকালে।
জিতের প্রযোজনা সংস্থা থেকেই প্রযোজিত হতে চলেছে রুক্মিণী-আবির জুটির এই ছবি।
ফার্স্টলুক দেখে আঁচ করা যায় পুরোদস্তুর পারিবারিক ছবি ‘সুইজারল্যান্ড’। রুক্মিণীর লুকও সিম্পল। দু’জন খুদেকেও দেখা যাচ্ছে। একজন রুক্মিণীর কোলে অন্য জন আবিরের ঘাড়ে চেপে এক্কেবারে খুশির মেজাজে। আবির আর রুক্মিণীকে যে মানিয়েছে বেশ সে কথা স্বীকার করে নিচ্ছেন নেটিজেনদের একাংশ।
ইন্ডাস্ট্রিতে বলাবলি, দেবের বিশেষ বন্ধু হওয়ার সুবাদেই নাকি তার ছবির লিস্ট এত লম্বা। রুক্মিণীকে নিয়ে টলিপাড়ার এই ‘দুর্নাম’ দূর হল তবে। আর রুক্মিণীরও ‘দেব’ময় ক্যারিয়ারগ্রাফে ঘটল কিছুটা রদবদল। দেব হ্যাংওভার থেকে বেরিয়ে তিনি এখন আবিরে রঙিন। জিতের প্রযোজনা সংস্থা থেকেই প্রযোজিত হতে চলেছে রুক্মিণী-আবির জুটির প্রথম ছবি ‘সুইজারল্যান্ড’।
বিডি প্রতিদিন/কালাম