হলিউডের কিংবদন্তী অভিনেতা কির্ক ডগলাস আর নেই। হলিউডের সেরা পুরুষ অভিনয়শিল্পীদের একজন ছিলেন তিনি। পর্দার মতোই রঙিন ছিল তার জীবন। অভিনয় করেছেন 'স্পার্টাকাস', 'চ্যাম্পিয়ন'র মতো ছবিতে। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ১০৩ বছর। কির্ক ডগলাসের পুত্র অভিনেতা মাইকেল ডগলাস বিষয়টি নিশ্চিত করেছেন।
ভেরিফায়েড ইনস্টাগ্রাম পোস্টে মাইকেল ডগলাস লিখেছেন, বিশ্বের কাছে তিনি কিংবদন্তী, চলচ্চিত্রের স্বর্নালী সময়ের অভিনেতা। কিন্তু আমার ও আমার ভাইয়ের কাছে তিনি শুধুই সাধারণ এক বাবা। ক্যাথরিনের কাছে একজন দারুন শ্বশুর, নাতি-নাতনিদের কাছে তিনি স্নেহময় দাদা এবং তার স্ত্রী অ্যানের কাছে চমৎকার একজন স্বামী ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা