কেবল বলিউডে পা রেখেছেন। টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হওয়া সত্ত্বেও বলিউডে আসার জন্য বেশ কয়েক বছর সময় লেগেছে এই জনপ্রিয় অভিনেত্রীর। বুঝতেই পারছেন হিনা খানের কথাই বলা হচ্ছে। এবার সেই জনপ্রিয় অভিনেত্রী হিনা খান মুখ খুললেন বিয়ের বিষয় নিয়ে।
তিনি বলেন, মাত্র বলিউডে পা রাখতে শুরু করেছেন। পরিচালক বিক্রম ভাটের সিনেমা 'হ্যাকড' দিয়ে বি টাউনে নিজের জায়গা করতে শুরু করেছেন। তাই এই মুহূর্তে তার বিয়ের কোনও পরিকল্পনা নেই। বিয়ে শুধুমাত্র একটি সামাজিক প্রথা। তাই এই সামাজিক প্রথা বা সামাজিক নিয়ম নিয়ে ভাবনাচিন্তা করতে এই মুহূর্তে তিনি চান না। তবে দুই কিংবা আড়াই বছরের মধ্যে তিনি অবশ্যই বিয়ের পিঁড়িতে বসবেন বলে ইঙ্গিত দেন হিনা খান।
বিগ বসের ঘর থেকে বের হবার পর থেকে দ্রুত বাড়তে শুরু করে হিনা খানের জনপ্রিয়তা। বিগ বসের ঘর থেকে বের হয়ে 'কসৌটি জিন্দগি কি পার্ট টু' মেগা সিরিয়ালে দেখা যায় হিনাকে। কিন্তু ওই মেগায় বেশিদিন দেখা যায়নি তাকে। কসৌটি থেকে বের হবার পরই বিক্রম ভাটের সিনেমা 'হ্যাকড'-এ মূল ভূমিকায় অভিনয় করেন হিনা খান।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ