গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির বাবা সন্তু মুখার্জি। বুধবার তাঁকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানে আইসিইউতে চিকিৎসাধীন আছেন তিনি।
এর আগে, মঙ্গলবার গভীর রাতে বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সন্তু মুখার্জি। তীব্র শ্বাসকষ্ট শুরু হয় তার। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় ঢাকুরিয়া আমরি হাসপাতালে। সঙ্গে ছিলেন তাঁর মেয়ে স্বস্তিকা। চিকিৎসকরা পরীক্ষা করে সঙ্গে সঙ্গে তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে স্থানান্তরিত করেন।
জানা গেছে, সন্তু মুখার্জির শরীরে রক্তের হিমোগ্লোবিনের মাত্রা অনেকটাই কমে গিয়েছিল। পটাশিয়াম এর মাত্রাও অনেকটা পড়ে যায়। সঙ্গে শ্বাসকষ্ট তো ছিলই। দীর্ঘদিন ধরে হাইপারটেনশন ও সুগার ছিল সন্তু মুখার্জির। প্রাথমিকভাবে চিকিৎসকেরা উদ্বিগ্ন থাকলেও চিকিৎসায় সাড়া দিতে থাকেন সন্তু। এখন তার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে এখনও আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা তাঁকে রাখা হবে চিকিৎসকদের কড়া নজরে ৷
বিডি-প্রতিদিন/মাহবুব