ভারত-পাকিস্তান দ্বন্দ্বের জেরে এবার বেঁকে বসলেন বলিউডের সুপারস্টার অভিনেতা সালমান খান। তিনি সম্প্রতি ইউএস ট্রিপ বাতিল করলেন বলিউডের সুপারস্টার অভিনেতা সালমান খান। পাকিস্তানের আয়োজক সংস্থার পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু অভিনেতা সেখানে যাবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন।
জানা গেছে, পাকিস্তানের ইভেন্ট আয়োজক রেহান সিদ্দিকী আয়োজিত হিউস্টনে ‘দাবাং’ তারকা শো বাতিল করেছেন। তিনি সেখানে যাবেন না বলে আয়োজকদের জানিয়ে দেন। ভারতীয় গণমাধ্যম বলছে, ভারত-পাকিস্তানের সম্পর্ক খুব একটা ভাল নয়। দুই দেশের সেই দ্বন্দ্বের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নিয়েছেন সালমান খান।
তাছাড়া সালমানের আগেই ‘দাবাং’ ট্যুরে পাকিস্তানি গায়ক রাহাত ফাতে আলি খানের বদলে অন্য গায়ককে নেওয়া হয়েছিল। অভিনেতার প্রত্যেকটি ছবিতে তিনি গান গেয়েছেন। তবে এখন বলিউডে পাকিস্তানি গায়কদের বদলে ইন্ডাস্ট্রির গায়করাই গান গাওয়ার বেশি সুযোগ পাচ্ছেন। সূত্র : ডিএনএ ইন্ডিয়া।
বিডি-প্রতিদিন/শফিক