সময়ের জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। ধসে যাওয়া ভবনের নিচে চাপা পড়া রক্তাক্ত নিশো-মেহজাবীনের কয়েকটি স্থিরচিত্র ঘিরে বেশ কৌতূহলী নেটিজেনরা। ‘শিফট’ নামের একটি নাটকের এই পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার পরই তা আলোচনায় উঠে আসে। ব্যতিক্রমী এই নাটক প্রচার হবে ভালোবাসা দিবসে।
জানা গেছে, আফরান নিশোর গল্প ভাবনায় এটি রচনা করেছেন ইশতিয়াক অয়ন এবং পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দার। এই নাটকে কারখানা শ্রমিকের হাহাকারের গল্প তুলে ধরা হয়েছে। ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে একটি বেসরকারি টিভি চ্যানেলে দেখানোর পর নাটকটি উন্মুক্ত হবে ইউটিউবে। স্বদেশ এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘শিফট’ প্রযোজনা করেছেন ফয়সাল আজাদ। এর সঙ্গীত করেছেন আহমেদ হুমায়ূন।
নাটকের গল্পে দেখা যাবে, একটি প্লাস্টিকের কারখানায় চাকরি করেন মায়া ও মতি দম্পতি। কিন্তু তাদের ডিউটি থাকে আলাদা শিফটে। একই শিফটে কাজ করতে না পারায় তাদের মধ্যে আপসোস। একদিন মায়ার ডিউটি চলাকালে কারখানায় যান মতি। আর ঠিক এমন সময় তাদের দু’জনকেই পড়তে হয় ভবন ধসের কবলে। এরপর তাদের জীবনে নেমে আসে কালো মেঘ। এতে মতি চরিত্রে আফরান নিশো ও মায়া চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী।
নির্মাতা সঞ্জয় সমদ্দার গণমাধ্যমকে জানান, গল্পের সাথে সামঞ্জস্য রেখে কিছু দৃশ্য ক্যামেরায় তুলে আনা অনেক কঠিন ছিল। যেমন নিশো-মেহজাবীনের চোখে-মুখে রক্ত, আর শরীরের উপর বিল্ডিং ভেঙে পড়ার রড ও ইট। খুব কঠিন ছিলো এই দৃশ্যগুলো। মেহজাবীন ও নিশো দু’জনের জায়গা থেকে দারুণ সাপোর্ট দিয়েছেন। আশা করি ভালোবাসা দিবসে দর্শক অন্যরকম ভালোবাসার একটি নাটক দেখবে।
বিডি-প্রতিদিন/শফিক