দেশের জনপ্রিয় রেডিও ক্যাপিটাল এফএম ৯৪.৮ এ শুরু হচ্ছে ভালবাসার নতুন আয়োজন “ভালবাসার জন্য অরন্য”। আরজে অরন্য’র সাথে প্রতি বৃহস্পতিবার রাত ১১ টা থেকে ১টা পর্যন্ত ভালবাসার নানা দিক নিয়ে শুরু হতে যাওয়া এই আয়োজনের প্রতি পর্বের অতিথিরা শোনাবেন ভালোবেসে তাদের পাওয়া না-পাওয়ার গল্প।
আরজে অরন্য বলেন, রোজকার জীবনে মানুষ এই ভালবাসার পেছনেই ছুটে বেড়ায়। দিনশেষে যারা না পায় তারাই বুকের ভেতর না পাওয়ার শূন্যতা নিয়ে ঘুরে বেড়ায়। নতুন এই আয়োজনে আমি চেষ্টা করব না পাওয়া ভালবাসার গল্প তুলে আনতে, মুখোমুখি দাঁড়ানো দুজন মানুষকে তাদের আরও কাছাকাছি নিয়ে আসতে।
অযত্ন অবহেলায় এক সময়ের তুমুল ভালবাসার মধ্যেও যে আকাশ সমান ব্যবধান এসে জায়গা করে নেয় সেই ভাবনা থেকেই মূলত নতুন এই আয়োজনের পরিকল্পনা। আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই আয়োজনে ভালবাসার কথা বলার দুয়ার খোলা সকলের জন্য।
ক্যাপিটাল এফএম ৯৪.৮ এ আরজে অরন্য’র করা আরও দুটি আয়োজন তাবিজ ও ক্যাপিটাল স্পোর্টসও দারুণ জনপ্রিয়তা পেয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা