বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ৭ ফেব্রুয়ারি স্টুডিও জয়া’র ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হতে যাচ্ছে শিল্পী সাইফ শুভ’র নতুন গান ‘আমি ভালো নেই’। এই গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন সঙ্গীত পরিচালক রাজন সাহা।
স্টুডিও জয়া’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখা যাবে মিউজিক ভিডিও। গানটির ভিডিও নির্মাণ করেছেন তরুণ নির্মাতা অনিক খান। গানের ভিডিওতে সাইফ শুভ’র আবেগী আবেদন, ভালাবাসা, মন খারাপের বহিঃপ্রকাশ দর্শকদের মুগ্ধ করবে।
এ প্রসঙ্গে সাইফ শুভ বলেন, অনেক দিন পর ভক্ত-শ্রোতাদের নতুন গান উপহার দিতে যাচ্ছি। নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছি, আশাকরি গানটি সকলের ভালো লাগবে এবং শ্রোতা প্রিয়তা পাবে।
এ বিষয়ে সঙ্গীত পরিচালক রাজান সাহা বলেন, শুভ’র নতুন গানটি মূলত স্যাড রোমান্টিক ধাঁচের গান, অনেকেই বলতে পারেন ভালোবাসা দিবসে স্যাড গান কেন? আমি বলবো গান আমাদের সুখের স্মৃতি যেমন বহন করে তেমনি আমাদেরকে বেদনার রঙে রাঙিয়েও দেয়। এই গানটি গতানুগতিক গান থেকে কিছুটা ব্যতিক্রমভাবে করার চেষ্টা করেছি। শুভ খুব ভালো গেয়েছে আশা করি সকলের ভালো লাগবে।
উল্লেখ্য, ২০১৭ সালে শুভর কণ্ঠে ‘হৃদয়ের ভাষা’ শিরোনামের সাতটি গান সম্বলিত একক এলবাম প্রকাশ পায় লেজার ভিশনের ব্যানার থেকে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন