কালো রঙের গাউন পরে মালাং-এর স্পেশাল স্ক্রিনিংয়ে বাবার অনিল কাপুরের সঙ্গে হাজির হন সোনম কাপুর। সোনমের ওই পোশাক দেখেই জোর সমালোচনা শুরু হয়ে যায় নেটিজেনদের একাংশের মধ্যে। বাবার সামনে কীভাবে সোনম ওই ধরনের পোশাক পরলেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে।
কেউ কেউ আবার সোনমকে লাজলজ্জাহীন বলেও কটাক্ষ করতে শুরু করেন। পাশাপাশি এই ধরনের পোশাক পরে বাবার পাশে দাঁড়াতে সোনমের এতটুকুও লজ্জা করল না বলেও কটাক্ষ করতে শুরু করেন অনেকে। যদিও শত সমালোচনার মাঝে দাঁড়িয়েও এ বিষয়ে পাল্টা কোনও মন্তব্য করেননি সোনম কাপুর।
তবে এই প্রথম নয়। এর আগেও বেশ কয়েকবার নেটিজেনদের আক্রমণের মুখে পড়েছেন বলিউডের এই অভিনেত্রী।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ