কলকাতার হট্রমেলা ২য় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হতে যাচ্ছে এ মাসেই। এতে চূড়ান্ত মনোনয়ন পেয়েছে বাংলাদেশের ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সেখানে স্থান করে নিয়েছে আসিফ মো. নজরুল এর ১১ মিনিটের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুশোচনা ।
এ প্রসঙ্গে আসিফ মো. নজরুল বলেন, শখের বশেই কাজটি করেছি। শেষ করার পর মনে হলো এটি যে কোন উৎসবের জন্য জমা দেয়া যায়। হট্রমেলার উৎসবের জন্য ছবি আহবান করেছিল গত বছরের নভেম্বরে। জমা দেবার পর কোন সাড়া না পেয়ে ভেবেছি হবে না। এ মাসে হঠাৎ তাদের চিঠি পেয়ে সত্যিই উচ্ছ্বসিত। আমি কোন পেশাদার নির্মাতা নই, কয়েক বছর আগে নির্মাণ বিষয়ক একটি কর্মশালায় অংশ নিয়েছিলাম। আমার নাট্যগ্রুপের সদস্যদের নিয়ে গত বছর এ শর্ট ফিল্মটি তৈরি করেছি। এখন এটি একটি আন্তর্জাতিক ফ্ল্যাটফর্মে প্রদর্শিত হবে শুনে ভালো লাগছে এবং এটা আমার নাট্যদলের প্রতিটি সদস্যদের জন্য একটা সাফল্য।
'অনুশোচনা'র কাহিনী গড়ে উঠেছে একটি অফিসের কর্মচারীদের মাসিক বেতন এবং আর্থিক দৈন্যতা নিয়ে। এটির রচনা, পরিচালনা ছাড়াও একটি চরিত্রে অভিনয় করেছে আসিফ নজরুল। এছাড়াও অভিনয় করেছেন সেলিম রেজা, নীলাঞ্জনা নীলা, আহমেদ সাব্বির রোমিও, হানিফ পালোয়ান, কাকলী রহমান, নাজিম উদ্দীণ নাহিদ, প্রহর সরকার, আ:হক,আপন, রাহাত, রাজ প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা