‘বিশ্বসুন্দরী’ ছবির গান ‘তুই কি আমরা হবি রে’ এর দর্শক ৫০ লাখ ছাড়লো ইউটিউবে। এখন পর্যন্ত ৫৩ লাখের বেশি দর্শক দেখেছে গানটি। গানে জুটি হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা সিয়াম আহমেদ।
গানটিতে ‘গ্ল্যামার গার্ল’খ্যাত লাস্যময়ী পরীমণি ও সিয়ামের রসায়নের প্রশংসা করেছে দর্শক। রোমান্টিক এই গানটির কথা লিখেছেন কবির বকুল। কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় জুটি ইমরান ও কনা। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল নিজেই।
গত বছরের ৫ ডিসেম্বর মাছরাঙা টেলিভিশনের নিজস্ব ইউটিউব চ্যানেল এবং জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেইজে গানটি অবমুক্ত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ইউটিউবে গানটি দেখা হয়েছে ৫৩ লাখ ৪০ হাজারেরও বেশি বার। গানটি দারুণভাবে গ্রহণ করেছে দর্শক, যা কমেন্ট বক্সের মন্তব্য দেখলেই বোঝা যায়। গানে পরী-সিয়ামের অনবদ্য রসায়ন ও শ্রুতিমধুর রোমান্টিক গানের কথা মন কেড়েছে সবার।
প্রতিনিয়তই গানটি দেখছে দর্শক। তাদের এই আগ্রহে দ্রুতই কোটির ঘরে পৌঁছে যাবে গানটি। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘বিশ্বসুন্দরী’র সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন। পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া। ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান।
উল্লেখ্য, পরী ও সিয়াম ‘বিশ্বসুন্দরী’র পর আরও একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। আবু রায়হান জুয়েল পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিতে ফের একসঙ্গে দেখা যাবে এই আলোচিত জুটিকে। সরকারি অনুদানের এ ছবিটি নির্মিত হচ্ছে লেখক মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে।
বিডি-প্রতিদিন/শফিক