গত বছরের সেপ্টেম্বর মাস থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। অনেক দিন কোনো গান শোনাতে পারেননি তিনি। তার ভক্তদের জন্য সুখবর হলো আজ রবিবার সকালে প্রিয় মানুষদের কাছে পেয়ে তিনি গান শুনিয়েছেন।
আজ সকালে এন্ড্রু কিশোরের শিষ্য মোমিন বিশ্বাস তার ফেসবুকে এমনই একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যায়, বিছানায় বসে এন্ড্রু কিশোর কণ্ঠে তুলেছেন ‘জীবনের গল্প’ গানটি। ৪০ সেকেন্ডের সেই ভিডিওতে এন্ড্রু কিশোরকে হাসি মুখেই দেখা যাচ্ছে।
এদিকে, বরেণ্য এই সংগীতশিল্পীর চিকিৎসার তহবিল সংগ্রহের জন্য আজ রবিবার জমকালো এক কনসার্টের আয়োজন করা হচ্ছে। কনসার্টে অংশ নিতে এরই মধ্যে সিঙ্গাপুর পৌঁছেছেন শিল্পীরা।
সন্ধ্যায় ‘এন্ড্রু কিশোরের জন্য ভালোবাসা’ শিরোনামে কনসার্টটি অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরের জালান বুকিত মেরাহর গেটওয়ে থিয়েটারে। এতে গান গাইবেন সৈয়দ আব্দুল হাদী, সাবিনা ইয়াসমিন, মিতালী মুখার্জি ও এন্ড্রু কিশোরের শিষ্য মোমিন বিশ্বাস।
বিডি-প্রতিদিন/শফিক