বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত নাট্যজন, লেখক ও অনুবাদক খায়রুল আলম সবুজকে সংবর্ধনা দিয়েছে শান্তিকুঞ্জ আবাসিক কল্যাণ সমিতি। শনিবার সন্ধ্যায় রাজধানীর নিউ ইস্কাটনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা খায়রুল আলম সবুজের বর্ণাঢ্য কর্মময় জীবনের ওপর আলোচনা করেন।
খায়রুল আলম সবুজ বলেন, এ সম্মান আমার নয়, এ সম্মান পুরো শান্তিকুঞ্জবাসীর। আমরা একটি পরিবার, এই সম্মান শান্তিকুঞ্জের প্রতিটি সদস্যের।
শান্তিকুঞ্জ আবাসিক কল্যাণ সমিতির সভানেত্রী বেগম মমতাজ বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন শান্তিকুঞ্জ সোসাইটির সাধারণ সম্পাদক আহাদ খান, সিনিয়র সাংবাদিক বদিউল আলম, সদ্য অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব জীবন কুমার চৌধুরী, সমাজকর্মী জাফর হুসেইন, শান্তিকুঞ্জ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক শংকর কুমার দাস, মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন এবং শান্তিকুঞ্জ লেডিস ক্লাবের সভানেত্রী মাহবুবা বেগম নীরু।
সংবর্ধনা শেষে সংগীত পরিবেশন করেন দীপংকর বাগচী, মেজবাহ আহমদ, চিনু বাড়ই ও খায়রুল আলম সবুজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শান্তিকুঞ্জ সোসাইটির অর্থ সম্পাদক আক্কাস মাহমুদ।
বিডি প্রতিদিন/ফারজানা