ভালোবাসা দিবসের নাটকে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্তকে। হাতে গোনা মাত্র কয়েকটি নাটকে অভিনয় করে প্রথম সারির তারকাদের কাতারে নাম উঠে এসেছে তার। মধ্যরাতের সেবা নাটক তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট।
গত মাসে বৈশাখী টিভিতে প্রচারিত ‘আমার বাবা’ নাটকটিও এখন ভাইরাল। যারাই তার নাটক দেখছেন তারাই রাশেদ সীমান্ত’র অভিনয়ের প্রশংসা করছেন।
সম্প্রতি ঢাকার উত্তরায় শুটিং সম্পূর্ণ হলো টিপু আলমের গল্পে রূপক বিন রউফের পরিচালনায় রাশেদ সীমান্ত এবং নাদিয়া অভিনীত ভালোবাসা দিবসের বিশেষ নাটক “পে গার্ল।
আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে বৈশাখী টেলিভিশনে রাত ৭.৪০ মিনিটে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন