৯২ তম অস্কারের বিভিন্ন বিভাগে পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবারের আসরে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন 'জোকার' ছবির অভিনেতা জোয়াকিন ফোনিক্স।
এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছিলেন ওয়ান্স আপন অ্যা টাইম ... ইন হলিউড ছবির নায়ক লিওনার্দো ডি ক্যাপ্রিও, ম্যারিজ স্টোরি ছবির অ্যাডাম ড্রাইভার, দ্য টু পোপস ছবির জোনাথন প্রাইস এবং পেইন অ্যান্ড গ্লোরি ছবির অ্যান্তোনিও বান্দেরাস।
বিডি প্রতিদিন/ফারজানা