মার্টিন স্করসিস, কোয়েন্টিন তারান্তিনোকে পেছনে ফেলে অস্কারে সেরা নির্মাতা নির্বাচিত হয়েছেন বং জুন হো। 'প্যারাসাইট' ছবির জন্য তিনি এ পুরস্কার জিতেছেন। তার ছবিটি এ বছর অস্কারের সেরা ছবি নির্বাচিত হয়েছে।
মার্টিন স্করসিস 'দ্য আইরিশ ম্যান' ছবির জন্য এবং কোয়েন্টিন তারান্তিনো 'ওয়ান্স আপন অ্যা টাইম ... ইন হলিউড' ছবির জন্য সেরা নির্মাতা বিভাগে মনোনয়ন পেয়েছিলেন।
এছাড়াও এ বিভাগে মনোনয়ন পেয়েছিলেন 'জোকার' ছবির নির্মাতা টোড ফিলিপ্স, '১৯১৭' ছবির নির্মাতা স্যাম মেন্ডেস।
বিডি প্রতিদিন/ফারজানা