৯২ তম অস্কারের পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবারের আসরে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন 'জুডি' ছবির অভিনেত্রী রেনে জেলওয়েগার।
একই বিভাগে মনোনয়ন পেয়েছিলেন হ্যারিয়েট ছবির অভিনেত্রী সিনথিয়া ইরিবো, ম্যারিজ স্টোরির স্কারলেট জোহানসন, লিটল ওম্যান ছবির সাওইর্স রোনান এবং বোম্বশেল ছবির শার্লিজ থেরন।
বিডি প্রতিদিন/ফারজানা