এবারের অস্কারে সেরা ফিচার প্রামাণ্যচিত্রের পুরস্কার পেয়েছে আমেরিকান ফ্যাক্টরি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার প্রযোজনা সংস্থা হাইয়ার গ্রাউন্ডের সমর্থনে এ প্রামাণ্যচিত্র নির্মিত হয়। রবিবার প্রামাণ্যচিত্রটি সেরার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জেতায় পরিচালকদের অভিনন্দন জানিয়েছেন ওবামা-মিশেল।
টুইটারে ওবামা ও মিশেল পৃথক বার্তায় লিখেছেন, আমেরিকান ফ্যাক্টরি নির্মাতা জুলিয়া রেইচার্ট ও স্টিভেন বোগনারকে অভিনন্দন।
নেটফিক্সে মুক্তি পেয়েছেন আমেরিকান ফ্যাক্টরি। এতে ডাইটন ও ওহিওতে কারখানায় মানুষের মধ্যকার সাংস্কৃতিক পার্থক্য তুলে ধরা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা