৩০ মে, ২০২০ ১৮:২৬

মৃত্যুর আগে চূড়ান্ত অসুস্থতায়ও করোনা সংকটে অর্থ সহায়তা করেন ইরফান

অনলাইন ডেস্ক

মৃত্যুর আগে চূড়ান্ত অসুস্থতায়ও করোনা সংকটে অর্থ সহায়তা করেন ইরফান

চুপিসারেই সমস্ত কাজটা করতে ভালোসতেন ইরফান খান। মহারাষ্ট্রের একটি গ্রামেকে যেমন দত্তক নিয়েও কাউকে জানতেই দেননি তেমনই বহু সামাজিক কাজ করে গিয়েছেন জীবিত থাকাকালীন। আসলে ইরফান নিজের প্রচারটা একেবারেই পছন্দ করতেন না। তাই করোনা ত্রাণ তহবিলে সাহায্যে করেও নীরব ছিলেন অভিনেতা। খবর হিন্দুস্তান টাইমস এর।

এদিন তার এক বন্ধু ফাঁস করেছেন ইরফানের অনুদানের কথা। জয়পুরের বাসিন্দা জিয়াউল্লাহ নামে এক ব্যক্তি ইরফানের কাছের বন্ধু ছিলেন। তিনি রাজস্থানের করোনাভাইরাস আক্রান্তদের সাহায্যের জন্য একটি তহবিল খুলেছিলেন। সেই তহবিলে আর্থিক অনুদান দেওয়ার জন্য ইরফানের কাছে অনুরোধ করতেই তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিন। যদিও ইরফান শর্ত হিসাবে বলে দেন কাউকে জানানো যাবে না।

জিয়াউল্লাহ জানান ইরফান তখন খুবই অসুস্থ ছিলেন। কোলন–এর ইনফেকশন নিয়ে ভুগছেন। তাও এক ফোঁটা কার্পণ্য করেননি দুঃস্থদের সাহায্যে করতে। তাই তাঁর বন্ধু জানান, আজ ইরফান প্রয়াত বলে এই কথাগুলি তিনি বলতে পারছেন সহজেই। এর আগে মহারাষ্ট্রের একটি অঞ্চল ইরফানের স্মৃতিতে নামকরণ করা হয় কারণ উনি ওই অঞ্চলের মানুষদের সুখ দুঃখের সাথী ছিলেন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর