মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী বিজরী বরকতুল্লাহর মা নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ। ২৭ জুলাই রাতে ফেসবুকে বিজরী বরকতুল্লাহ মায়ের করোনা পজিটিভ হওয়ার খবর জানান।
জিনাত বরকতুল্লাহ এখন রাজধানীর গ্রিন লাইফ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। মায়ের জন্য সারা দিন মায়ের জন্য বি পজিটিভ প্লাজমা খুঁজেছেন বিজরী। ফেসবুকে পরিচিতদের অনুরোধ করেছেন, করোনাজয়ী কেউ থাকলে যেন অতিসত্তর যোগাযোগ করেন। পরে অবশ্য প্লাজমা পেয়েছেন বিজরী। প্লাজমা দাতার ছবি ফেসবুকে পোস্ট করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
প্রসঙ্গত, নৃত্যশিল্পী হিসেবে জিনাত বরকতুল্লাহ শিল্পকলা একাডেমি, ইউনেসকো পুরস্কারসহ আন্তর্জাতিক বেশ কিছু পুরস্কার পেয়েছেন।
বিডি প্রতিদিন/ফারজানা