২০১৯ সালে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ইউরোপ ভ্রমণে গিয়েছিলেন রিয়া চক্রবর্তী ও তার ভাই সৌভিক চক্রবর্তী।
ইউরোপ ভ্রমণের প্রথম পর্যায়ে তারা যখন সুইজারল্যান্ডে ছিলেন, সেই সময় খুব খুশি ছিলেন সুশান্ত। অভিনেতার মেজাজ বিগড়ে যায় প্যারিসে গিয়ে। ইতালির গথিক হোটেলে গিয়ে সুশান্ত নাকি পরপর ৩ দিন ধরে হোটেলের ঘর থেকেই বের হননি। এমনই দাবি করেন রিয়া চক্রবর্তী। ফলে প্যারিস থেকেই মেজাজ বিগড়ে যেতে শুরু করে সুশান্তের।
ভারতীয় সংবাদমাধ্যমের সামনে রিয়া যখন এমন দাবি করেন তখন শোরগোল শুরু হয়ে যায়। রিয়ার ওই দাবির পর এবার পাল্টা দাবি করলেন ক্রিকেটার মনোজ তিওয়ারি।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন মনোজ। যেখানে দেখা যায়, প্যারিসের ডিজনিল্যান্ডে ঘুরে বেড়াচ্ছেন সুশান্ত। ফুরফুরে মেজাজেই ডিজনিল্যান্ডে ঘুরে বেড়াতে দেখা যায় অভিনেতাকে। মনোজ তিওয়ারির ওই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।
এদিকে ২০১৩ সাল থেকে সুশান্ত মনোবিদ হরেশ শেট্টির ওষুধ খাচ্ছেন বলে রিয়া যা বলছেন, তা কার্যত মিথ্যা বলে দাবি করেছেন প্রয়াত অভিনেতার সাবেক বান্ধবী অঙ্কিতা লোখান্ডে। ২০১৬ সাল পর্যন্ত অঙ্কিতার সঙ্গে সুশান্তের সম্পর্ক ছিল। ওই সময় কখনও কোনওদিন সুশান্তকে মনোবিদের কাছে যেতে দেখেননি, ওষুধও খেতে দেখেননি বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। এসবের পাশাপাশি সুশান্ত মোটেই ‘ক্লস্ট্রোফোবিক’ ছিলেন না বলেও দাবি করেন অঙ্কিতা। সুশান্ত বিমান চালাচ্ছেন, এমন একটি ভিডিও শেয়ার করে নাম না করেই রিয়াকে পাল্টা একহাত নেন ‘পবিত্র রিসতা’ অভিনেত্রী অঙ্কিতা। সূত্র: জিনিউজ
ভাইরাল সেই ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
বিডি প্রতিদিন/কালাম