করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফের করোনা রেজাল্ট নেগেটিভ এসেছে। তবে তিনি এখনো সুস্থ নন, শরীরে জ্বর রয়েছে জানিয়েছেন তার মেয়ে এশা ইউসুফ।
তিনি বলেন, গতরাতে পরীক্ষার পর বাবার শরীরে কভিড-১৯ নেগেটিভ ফলাফল এসেছে। কিন্তু শরীর রোগমুক্ত নয়। গত সাত দিন যাবৎ জ্বর রয়েছে শরীরে। গতকাল থেকে অ্যান্টিবায়োটিক পুনরায় শুরু হয়েছে। আশা করা যায় জ্বর প্রশমিত হবে।
পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এশা বলেন, হাজার হাজার মানুষ অসুস্থতার কথা শুনে যেভাবে উৎকণ্ঠিত হয়েছে এবং আরোগ্য কামনা করে নিরবচ্ছিন্ন প্রার্থনা করেছেন তার জন্য নাসির উদ্দীন ইউসুফের পরিবার সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে।
উল্লেখ্য, করোনা রেজাল্ট পজিটিভ আসার পর গত ৩০ অক্টোবর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন নাসির উদ্দিন ইউসুফ। তবে তার পরিবারের অন্য সদস্যদের রেজাল্ট নেগেটিভ আসে।
বিডি প্রতিদিন/হিমেল