দীর্ঘদিন পর ছোটপর্দায় দেখা যাবে কলকাতার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে। কল্পকাহিনী নির্ভর 'বেদের মেয়ে জ্যোৎস্না' ধারাবাহিকে অতিথি চরিত্রে হাজির হয়েছেন তিনি। নাটকটি প্রযোজনা করছে সুরিন্দর ফিল্মস।
নতুন ধারাবাহিকটিতে নিজের চরিত্রটি সম্পর্কে বলতে গিয়ে শ্রীলেখা মিত্র বলেন, আমরা ছোটবেলায় ঠাকুমা, দিদিমাদের কাছে রাক্ষস-খোক্কস, দৈত্য-দানব, অনেককিছুর গল্প শুনেছি। আমি এবার খোক্কসী রানি হয়ে আসছি। এখনও পর্যন্ত যেটা দেখেছি, আমি কিন্তু ভালো খোক্কসী রানি, দুষ্টু খোক্কস বা খোক্কসী নয় (হাসতে হাসতে)। অনেকদিন আগে কাল নাগিনী আমায় পাথর করে বালির ভিতর লুকিয়ে রেখেছে। আমি এতদিন পর প্রাণ ফিরে পেয়েছি। এমন একটা বিষয় ধারাবাহিকে দেখা যাবে।
প্রসঙ্গত, এই ধারাবাহিকটি পরিচালনা করেছেন সুমন রায় ও মলয় রায়। ধারাবাহিকে দুই কেন্দ্রীয় চরিত্র রোহিনীর ভূমিকায় অভিনয় করছেন শ্রীমা ভট্টাচার্য এবং অগ্নির ভূমিকায় অর্ক জ্যোতি পাল।
বিডি প্রতিদিন/ফারজানা