মালাইকা অরোরা থেকে জ্যাকলিন ফার্নান্ডেজ, পোল ডান্সের জন্য জনপ্রিয় বলিউড অভিনেত্রীরা। সেই তালিকায় যুক্ত হলেন এবার কৃতি খারবান্দার নাম।
কালো রঙের শর্টস পরে কৃতি যখন পোল ডান্স শুরু করেন, তা দেখে চোখ প্রায় ছানাবড়া হয়ে যায় তার ভক্তদের। এক নাগাড়ে পোল ডান্স করতে দেখা যায় বলিউডের এই অভিনেত্রীকে।
কৃতির পোল ডান্স কেমন হয়েছে, তা যেন পুলকিত সম্রাট জানিয়ে দেন বলেও নিজের সোশ্যাল হ্যান্ডেলে মন্তব্য করতে দেখা যায় অভিনেত্রীকে। যদিও প্রিয় মানুষ পুলকিত কৃতিকে কী জানিয়েছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।
ভিডিও দেখতে ক্লিক করুন...
বিডি প্রতিদিন/আবু জাফর