শিশু-কিশোর নির্মাতাদের সঙ্গে আড্ডা দিতে চৌদ্দতম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে যোগ দিচ্ছেন তারকা দম্পতি শায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়েক।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এ আড্ডায় তারা অংশ নেবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান চিলড্রেন ফিল্ম সোসাইটি বাংলাদেশ।
আড্ডার ফাঁকে এতে নবীন নির্মাতাদের নানা প্রশ্নের উত্তর দেবেন তারা। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত।
‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগানে ঢাকায় ৩০ জানুয়ারি থেকে শুরু হওয়া এ চলচ্চিত্র উৎসব চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
সিনেমা দেখার জন্য কোনো ধরনের প্রবেশমূল্য না থাকলেও এ বছর মাস্ক পরিধানকে চলচ্চিত্র উৎসবের টিকেট হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে আয়োজকরা। উৎসবের সকল প্রদর্শনী অভিভাবক, শিশু-কিশোরসহ সবার জন্য উন্মুক্ত।
বিডি প্রতিদিন/ফারজানা