২২ অক্টোবর, ২০২১ ১৬:১৩

কালো দিবসে পথনাটক ‘অপারেশন গুলমার্গ’ মঞ্চস্থ

অনলাইন ডেস্ক

কালো দিবসে পথনাটক ‘অপারেশন গুলমার্গ’ মঞ্চস্থ

১৯৪৭ সালের ২২ অক্টোবর কাশ্মীরে পাকিস্তানের হানাদার বাহিনীর আগ্রাসনের ‘কালো দিবস’ উপলক্ষে পথনাটক ‘অপারেশন গুলমার্গ’ মঞ্চস্থ হয়েছে। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মঞ্চস্থ হয়।

পথ নাটকে কাশ্মীরে পাকিস্তানের গণহত্যা এবং ১৯৭১ সালের ২৫ মার্চ ঢাকায় পাকিস্তানি বাহিনীর ‘অপাররেশন সার্চলাইট’ এর মাধ্যমে গণহত্যার বিষয়টি ফুটিয়ে তোলেন নাটকের কলাকূশলীরা। অনুষ্ঠানটি জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়। নাটকের পাশাপাশি পরিবেশন করা হয় গণসংগীত।

সামাদ ভূঁইয়া ও তার দল ‘অপারেশন গুলমার্গ’ নাটকটি পথমূকাভিনয় আঙ্গিকে পরিবেশন করেন। এতে অভিনয় করেন শিল্লকলা একাডেমির বেশ কয়েকটি থিয়েটারের কর্মীরা। অভিনয় করেন, উম্মে সালমা শিমু, লামিয়া আক্তার, ববি আক্তার, সুমি আক্তার, নাবিল মাহমুদ সাব্বির, আরিফ হোসেন, সাজ্জাদ মাসুদ প্রমুখ। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

 

 


 
  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর