কঙ্গনার সঙ্গে করন জোহরের দ্বৈরথের কথা সকলেরই জানা। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে নায়িকা বলেন, তিনি করন জোহরকে লকআপে পুরতে চান।
শুধু করণই নয়, কঙ্গনার হিটলিস্টে রয়েছেন বিগ বি অমিতাভ বচ্চনও।
নায়িকা লকআপে পুরতে চান আমির খানকেও। যেখানে জীবনের সব সিক্রেট খোলসা করতে বাধ্য হবেন আমির। তালিকায় রয়েছেন বন্ধু একতা কাপুরও।
কঙ্গনার নতুন শো লকআপ, সেখানে একমাসের জন্য জেলে রাখা হবে ১৬ জন বিতর্কিত সেলিব্রিটিকে। কঙ্গনা কাকে কাকে জেলে ভরতে চান সেকথা জিজ্ঞেস করতেই চারটি নাম উঠে আসে।
তবে শুধু বলিউডের তারকাই নয়, কঙ্গনা জেলে ভরতে চান কিছু রাজনৈতিক নেতাকেও। তাদের নাম অবশ্য বলেননি নায়িকা। সূত্র: জিনিউজ
বিডিপ্রতিদিন/কালাম