এখনও আলোচনায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। সাধারণ সম্পাদক পদ নিয়ে যে আইনি জটিলতা তৈরি হয়েছে, তার শেষ কোথায় তা আদালতই নির্ধারণ করবেন। পদটি নিয়ে জারি করা রুল শুনানির জন্য আগামী ২২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট।
ভোটের পর ২০ দিন পার হলেও এখনো আলোচনায় শিল্পীদের এই নির্বাচন। তাই চিত্রনায়িকা অপু বিশ্বাসের পুরনো কথা তুলে কেউ কেউ বলছেন ‘শিল্পী সমিতির নির্বাচন এখনো চলছে’। গত ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটের দিন অনেক উৎহ নিয়ে এফডিসিতে ভোট দিতে গিয়েছিলেন অপু। সেদিন নতুন পুরাতন শিল্পীদের মিলনমেলায় ভালো সময় পার করেছিলেন এই নায়িকাও। আড্ডার ছলে বলেছিলেন, ‘আহ! যদি প্রতিদিনই শিল্পী সমিতির ভোট হতো তাহলে কতো না মজা হতো। সবাই মিলে হাসি-ঠাট্টায় দিন কেটে যেত।’
অপুর এই শেষের কথাগুলো না ফললেও প্রথম কথাটা নাকি ঠিকই মিলেছে। সেই ২৮ জানুয়ারি থেকে এখনো নাকি শিল্পী সমিতির নির্বাচন চলছে। মজার ছলে অপু বিশ্বাস গণমাধ্যমে বললেন, ‘এখনো তো টানটান উত্তেজনা। একটি পদকে কেন্দ্র করে শিল্পীদের মাঝে চলছে নানা ধরনের প্রতিক্রিয়া। গত সপ্তাহে স্টেজ শো করতে ভারতের পশ্চিমবঙ্গে গিয়েছিলাম। বিশ্বাস করবেন না, সেখানেও আমাকে এই নির্বাচন নিয়ে আলোচনা করতে হয়েছে। তারমানে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সমিতির নির্বাচন নিয়ে আগ্রহের কমতি নেই। হায়রে! আমার কথাই সত্যি হলো। এখন তো মনে হচ্ছে প্রতিদিনই নির্বাচন চলছে। ’
অপু বিশ্বাস গতকাল দিনে আফতাব নগরে ‘প্রেম প্রীতির বন্ধন’ ছবির শুটিং করেছেন, সেখান থেকে সন্ধ্যায় গিয়ে এফডিসিতে শুটিং করেছেন। এর ফাঁকেই গণমাধ্যমে বললেন শিল্পী সমিতির নির্বাচন প্রসঙ্গে। এদিকে, তারকাদের অনেকেই শিল্পী সমিতির এবারের নির্বাচন পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখাচ্ছেন।
বিডি-প্রতিদিন/শফিক