২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে বৈশাখী টেলিভিশনের বিশেষ আয়োজন ‘শুধু সিনেমার গান’।
সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১.০০ টায় প্রচারিত হবে চলচ্চিত্রের গানের এই অনুষ্ঠানটি। তানহা তাসনিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহ্ আলম।
এতে দেখানো হবে 'আবার তোরা মানুষ হ' ছবির 'এক নদী রক্ত পেরিয়ে', অরুণোদয়ের অগ্নিসাক্ষী ছবির 'মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি', 'ওরা ১১ জন' ছবির 'আমায় একটি ক্ষুদিরাম দাও', 'এ দেশ তোমার আমার' ছবির 'এই দেশ এই মাটি' অন্যতম।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ