বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০২১ সালের এই দিনেই পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। চলে যাওয়ার এক বছরেই একুশে পদকপ্রাপ্ত এই অভিনেতাকে ভুলতে বসেছেন সহকর্মীরা- এমনটাই আক্ষেপ তার পরিবারের।
এ টি এম শামসুজ্জামানের মেয়ে কোয়েল আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমার বাবার প্রথম মৃত্যুবার্ষিকী ছিল অথচ দেশের অনেক গণমাধ্যমই বাবাকে সেভাবে স্মরণ করেনি। আরও দুঃখজনক, যাদের সঙ্গে বাবা জীবদ্দশায় বেশির ভাগ সময় পার করেছেন- সেই সহকর্মীরাও তাকে স্মরণ করেননি। এমনকি এই এক বছরে কেউ খোঁজ-খবরও নেননি।’
তিনি আক্ষেপ নিয়ে আরও বলেন, ‘আজ বাবার প্রথম মৃত্যুবার্ষিকীতে ফেসবুকে অনেকেই স্মরণ করেছেন, অনেকে শোকবার্তা জানাচ্ছেন। কিন্তু বাবা তো ফেসবুকের অভিনেতা ছিলেন না।’ এ টি এম শামসুজ্জামানের সহধর্মীনি রুনি বলেছেন, ‘৬০ বছর যে মানুষটা ইন্ডাস্ট্রির জন্য কাজ করল, মৃত্যুর এক বছরে তার পরিবার কেমন আছে, সে খবর কেউ নেয়নি। সিনেমা-নাটকের কেউই না।’
উল্লেখ্য, অনেকটা নীরবে-নিভৃতে পার হয়েছে এই অভিনেতার প্রথম প্রয়াণ দিবস। আজ পারিবারিকভাবে ঢাকার সূত্রাপুরে কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল। তবে কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন ছিল না। এ টি এম শামসুজ্জামানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকায় দুস্থদের মধ্যে খাবার বিতরণ ছাড়াও তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর একটি মসজিদে সহযোগিতা দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক