রোমান্টিক কমেডি গল্প নিয়ে নির্মিত হলো নাটক ‘তুফান ঘটক’। বিদুৎ রায়ের রচনায় ও জিয়াউদ্দিন আলম এর পরিচালনায় তুফান ঘটক নাটকের নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা আশরাফ সুপ্ত। নাটকটি গতকাল রবিবার স্কাইভিউ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
আশরাফ সুপ্ত ছাড়া নাটকে আরও অভিনয় করেছেন নবাগত অভিনেত্রী মিহি আহসান, টুইং ক্রল, আলভী প্রিতী, ইমরান হাসো, ফুয়াদ। নাটকে মিহির মায়ের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাবেরী আলম।
‘তুফান ঘটক’ নাটকটির চিত্রগ্রহণে ছিলেন শরিফ রানা, সম্পাদনা করেছেন কামরুল হাসান ফুয়াদ, কালার করেছেন টিডি দিপক, সঙ্গীত আয়োজন করেছেন সজীব দাস। নাটকের শুটিং হয়েছে ঢাকার উত্তরার মনোরম লোকেশনে।
এ ব্যাপারে আশরাফ সুপ্ত বলেন, ‘তুফান ঘটক নাটকটি একটু ভিন্ন ঘরানার। গল্পটিও বেশ মজার। কাজটি করতে বেশ ভালো লেগেছে। দর্শকদের ভালো পছন্দ করলেই আমরা সার্থক’।
বিডি প্রতিদিন/ফারজানা