সিলেটের মানুষ আমাকে অনেক ভালোবাসে। এই ভালোবাসার কারণে আমি সিলেটে বার বার আসি। আমি আপনাদের সেবা করতে চাই। দোয়া করবেন আপনাদের সেবা করতে যাতে জনপ্রতিনিধি হিসেবে মনোনীত হতে পারি।
বুধবার দুপুরে হযরত শাহ জালাল (রাহ.) মাজার জিয়ারতে শেষে এসব কথা বলেন আলোচিত ইউটিউবার হিরো আলম। এসময় মাজার প্রাঙ্গণে তাকে দেখতে অসংখ্য ভক্ত শুভাকাঙ্ক্ষী জড়ো হন।
এর আগে বুধবার সকালে তিনি সিলেট এসে পৌঁছান। জিয়ারত শেষে দুপুরে তিনি সিলেটের স্থানীয় এক যুবকের উদ্যোগে শহরতলীর বাদাঘাট নিলগাঁওয়ে কতুব উদ্দিনের পরিবারকে ঘর নির্মাণের নগদ অর্থপ্রদান করেন।
হিরো আলম বলেন, ‘নির্বাচনের পূর্বে নিয়ত করেছিলাম দোয়া নিতে বাবার দরবারে হযরত শাহ জালাল (রহ.) মাজার আসবো। তাই সুযোগ পেয়ে এসেছি। সকালে সিলেট এসে পৌঁছাই। সারাদেশের মানুষ আমাকে ভালোবাসে বলে আজ আমি হিরো আলম।’
ভালো সিনেমায় কাজ করতে চান বলে জানান তিনি। একই সঙ্গে রাজনীতি চালিয়ে জনপ্রতিনিধি হিসেবে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিডি প্রতিদিন/আরাফাত