৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন ভারতের দক্ষিণি চলচ্চিত্রের সুপারস্টার রাম চরণ। আরআরআর সিনেমার তারকাকে এসময় বডিগার্ড ঘেরা অবস্থায় রাস্তায় হাঁটতে দেখা যায়।
আর ফ্যানরাও তাকে পেয়ে ঘিরে ধরেন। স্বাভাবিকভাবেই আসে সেলফি তোলার আবদার। আর হাসিমুখেই সেই আবদার মিটিয়েছেন এই অভিনেতা।
ভক্তদের সাথে সেলফি তোলার পাশাপাশি তাদের শুভেচ্ছাও জানিয়েছেন রাম চরণ।
রাম চরণ অভিনীত আরআরআর কয়েকদিন আগেই গোল্ডেন গ্লোবস জয় করেছে। নাটু নাটু গানের জন্য এই পুরস্কার জয় করে সিনেমাটি।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল