বাংলাদেশের প্রেক্ষাগৃহে হিন্দি সিনেমা চালানো নিয়ে এবার মুখ খুললেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা মিশা সওদাগর। তিনি বলেন, ‘যেহেতু এখনও প্রধানমন্ত্রী বলেননি, তার মানে সেই জিনিসটা এখনও কোনোভাবেই পাস হয়নি।’ বুধবার দেশের একটি জাতীয় দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
মিশা সওদাগর বলেন, ‘দেখুন আঠারো কোটি মানুষের সংস্কৃতির সবচাইতে বেশি পছন্দের জায়গা হচ্ছে ক্রিকেট। আজ পর্যন্ত আমরা এশিয়া কাপে কিছু করতে পারিনি, বিশ্বকাপে কিছু করতে পারি না বা বিশেষ কোনো টুর্নামেন্টে কিছু করতে পারি না। আমি রিকোয়েস্ট করবো, যদি অনেকগুলো লোকের রিকোয়েস্টের জন্য এই দেশে নিয়ম ভেঙে নতুন কিছু করা যায় তাহলে বিরাট কোহলি, রোহিত শর্মা বা সূর্যকুমার যাদব ও আরেকজন ভালো বোলারকে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য আমদানি করে নিয়ে আসা হোক।’
তিনি বলেন, ‘আমাদের বাঙালি তো বরাবরই বাঙালি, তারা দেশের ঠাকুরের চাইতে বিদেশি কুকুরকে ভালোবাসে। কিন্তু আমি ওটা ওন করি না, করবোও না।’ মিশা বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের ভাষা দিয়ে গেছেন, একটা সংস্কৃতি দিয়ে গেছেন। উনি একটা নিয়ম কানুন করে গেছেন। কাজেই এই ফেব্রুয়ারি মাসে তাকে সম্মান জানিয়ে বলবো হিন্দি ছবির মুক্তি দেওয়ার আগে আরও ভাবা উচিৎ।
উল্লেখ্য, শর্ত সাপেক্ষে হিন্দি ছবি বাংলাদেশে আমদানির পক্ষে কয়েকদিন আগেই সম্মত হয়েছে ঢাকাই চলচ্চিত্রের প্রযোজক, প্রেক্ষাগৃহমালিক, পরিচালক, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের ১৯ সংগঠন। গত ১৯ ফেব্রুয়ারি এসব সংগঠনের জোট সম্মিলিত চলচ্চিত্র পরিষদ এ সংক্রান্ত একটি প্রস্তাবনা তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদকে। পরে জানানো হয়, শর্ত সাপেক্ষে হিন্দি ছবি বাংলাদেশে আমদানিতে কোনো আপত্তি নেই তাদের। বিষয়টি প্রধানমন্ত্রীকে জানিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য আশ্বাসও দেন তথ্যমন্ত্রী।
বিডি-প্রতিদিন/শফিক