শিরোনাম
৮ মে, ২০২৩ ২০:৫৬

মমতার রাজ্যে নিষিদ্ধ ‘দ্য কেরালা স্টোরি’

অনলাইন ডেস্ক

মমতার রাজ্যে নিষিদ্ধ ‘দ্য কেরালা স্টোরি’

পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটির প্রদর্শন নিষিদ্ধ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মুখ্যমন্ত্রীর ভবন নবান্ন থেকে এই ঘোষণা দিয়েছেন তিনি। 

নবান্ন জানিয়েছে, এ বিষয়ে নিজের প্রধান সচিবকে বিশেষ নির্দেশ দিয়েছেন মমতা। তিনি জানিয়েছেন, শান্তি-সৌহার্দ্য বজায় রাখতেই পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করা হয়েছে। 

বাঙালি নির্মাতা সুদীপ্ত সেনের বলিউড সিনেমাটিকে ‘অসত্য এবং বিকৃত কাহিনি’ নির্ভর বলে আখ্যা দিয়েছে মমতার সরকার।

কেরালাতেও সিনেমাটি নিষিদ্ধ হয়েছে। তামিলনাড়ু রাজ্যেও সিনেমাটি নিষিদ্ধ করা হয়েছে।


সূত্র: আনন্দবাজার

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর