১ অক্টোবর, ২০২৩ ১৪:৫৫

‘মুজিব: একটি জাতির রূপকার’-এর ট্রেলার প্রকাশ

অনলাইন ডেস্ক

‘মুজিব: একটি জাতির রূপকার’-এর ট্রেলার প্রকাশ

অবশেষে মুক্তি পাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মুজিব : একটি জাতির রূপকার’। আগামী ১৩ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। আর ভারতে মুক্তি পাবে ২৭ অক্টোবর। রবিবার (১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেলার।

সেখানেই মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এর আগে গত ৩১ জুলাই বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায় সিনেমাটি।
ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জানান, চলচ্চিত্রটি ইতিহাসের দলিল হয়ে থাকবে। ইন্ডিয়ার সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত এ চলচ্চিত্রটি পরবর্তী সময়ে ইন্ডিয়াসহ পৃথিবীর অন্যান্য দেশেও মুক্তি পাবে।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। সিনেমাটি নিয়ে নির্মাতার আশা, বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এবং দর্শকদের কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে আনকাট সেন্সর পাওয়া এ সিনেমাটি। 

গেল সেপ্টেম্বরে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মুজিব’ সিনেমার প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। সে সময় তথ্যমন্ত্রী জানিয়েছিলেন, অক্টোবরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।

বিডি-প্রতিদিন/শফিক

Left Image
Right Image

সরিষা ইলিশের আসল স্বাদ, সহজেই রাঁধুনী সরিষা ইলিশ মশলায়

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর