বৈশাখী টিভির সংগীতানুষ্ঠান ‘তিব্বত লাক্সারী সোপ গোল্ডেন সং’-এ গান পরিবেশন করবেন কণ্ঠশিল্পী তরিক মৃধা।
লিটু সোলায়মানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন তমা রসিদ। প্যানেল প্রযোজক হিসেবে থাকছেন মামুন আব্দুল্লাহ।
তরিক মৃধা মূলত আধুনিক গানের শিল্পী হলেও তিনি সব ধরনের গানে পারদর্শী। আজকের অনুষ্ঠানে তিনি পরিবেশন করবেন হারানো দিনের জনপ্রিয় কিছু গান।
অনুষ্ঠানটি প্রচারিত হবে সোমবার (১৯ মে) রাত ৮টায়। তিনি বলেন, “গানগুলো গেয়ে নিজের কাছে খুব ভালো লেগেছে। আশা করি দর্শকদেরও গানগুলো ভালো লাগবে।”
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ