আরো একটি নক্ষত্রের বিদায়...!
সুবীরকাকার সাথে আমি আর সুমা ফেরারী 'বসন্ত' ছবিতে গান করেছিলাম।
''আমি কাটার ভুবনে
আলোর পিয়াসি
সুরের আগুনে পুড়ি
এক নতুন পৃথিবী গড়ি...''
ছবিতে বাবা এবং দুই কন্যার কণ্ঠে গানটি ছিলো। আব্বার গানের ভক্ত ছিলেন, আব্বাকে অনুসরণ করতেন। তাই অ্যালবাম সাজিয়েছিলেন বাবার ১০ গানটি গান দিয়ে। সেই তখন থেকে কাকার প্রতি ভক্তি ছিলো বাবা-সন্তানের মতো। মা বলে ডাকতেন তার একমাত্র সন্তান মৌকে যেমন করে ডাকতেন তেমনি করে ভালোবাসতেন আমাদেরও।
কাকাকে কখনো না বলতে শুনিনি। কিছু আবদার করলে বলতেন, 'আচ্ছা!'
আমার উপস্থাপনায় সুরের আয়নার প্রথম পর্ব কাকা করেছিলেন। সেই পর্ব করতে গিয়ে কাকাকে নানান কথা বলতে গিয়ে
বলেছিলাম-
কাকা একটা ইচ্ছার কথা বলেন..
একটু আবেগ ভরা কণ্ঠে বলেছিলেন, 'আমার শেষ ইচ্ছা আমার মৃত্যুর পর কেউ যেন না কাঁদে, আমি চাই আমার শবদেহের পাশে সবাই যেন আমাকে গান শোনায়!'
সঙ্গীত পাগল মানুষটি গান গান করেই কাঁদিয়ে চিরবিদায় নিলেন!
শুধু গান গাইলেই শিল্পী হয়ে মানুষের মনে জায়গা করা যায় না। বিনয়ী, ধৈর্যশীল, রুচিশীল এবং নিরহংকার হতে হয়, সুবীর কাকা তাই ছিলেন। একজন প্রকৃত শিল্পী। তাইতো আজ তার ভক্তরা কাঁদছেন!
কাকা-
আপনার গান বাঁচিয়ে রাখবে আপনাকে।
সুবীর নন্দী কাকার পরিবারের সাথে আমরাও সমব্যথিত তাঁর এই অকাল মৃত্যুতে!
অত্যন্ত প্রিয় বিনয়ী শিল্পী'র প্রয়াণে গভীর শোক প্রকাশ করছি। যেখানেই থাকুন শান্তিতে থাকুন।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/ফারজানা