শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০১৪ ০০:০০ টা

খালেদার আপিলের শুনানি শেষ আদেশ রবিবার

জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের মামলায় দুটি রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের (লিভ টু আপিল) ওপর শুনানি শেষ হয়েছে। রবিবার এ বিষয়ে আদেশ দেওয়া হবে। গতকাল প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ আদেশের এ দিন ধার্য করেন। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। এ ছাড়া খালেদার পক্ষে আদালতে ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ, খন্দকার মাহবুব হোসেন, মাহবুব উদ্দিন খোকন, বদরুদ্দোজা বাদল প্রমুখ। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, এ দুই মামলায় বিধি মেনেই অভিযোগ গঠন করা হয়েছে। নিয়ম মেনেই বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। এতে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। বিচারিক আদালতে অভিযোগ গঠনকারী বিচারকের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে ১২ মে রিট করেন খালেদা জিয়া। ১৯ জুন রিট আবেদনটি খারিজ করে দেন হাইকোর্টের একটি বেঞ্চ। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে ৭ জুলাই আপিলের অনুমতি চেয়ে আপিল বিভাগে আবেদন করেন খালেদা জিয়া। ৪ সেপ্টেম্বর এর শুনানি শুরু হয়। অন্যদিকে মামলা দুটিতে অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে ১৩ এপ্রিল হাইকোর্টে রিভিশন আবেদন করেন খালেদা জিয়া। ২৩ এপ্রিল সে আবেদন খারিজ করে দেন হাইকোর্টের আরেকটি বেঞ্চ। ঢাকার ৩ নম্বর বিশেষ জজ বাসুদেব রায়ের আদালতে মামলা দুটি বিচারাধীন রয়েছে।

 

সর্বশেষ খবর