শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০১৪ ০০:০০ টা

অপসারণও নয় সংসদ কেবল অনুমোদন করবে : সুরঞ্জিত

সংবিধান সংশোধন প্রসঙ্গে আইন বিচার ও সংসদবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলছেন, এটি একটি নিরীহ নির্মোহ বিল। এখানে কোনো দুরভিসন্ধি নেই। বিচারপতিদের নিয়োগ এবং সরানোর ক্ষমতা '৭২-র সংবিধানে যেমন রাষ্ট্রপতির হাতে ছিল এখন সেভাবেই থাকবে। সংসদের হাতে শুধু বিচারপতিদের অপসারণের অনুমোদনের ক্ষমতা থাকবে। সংসদ শুধু তার অনুমোদন দিয়ে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেবে। সংসদ কোনো ব্যবস্থা নেবে না।

গতকাল রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সুরঞ্জিত বলেন, বিচারপতিদের কেউ অসুস্থ বা কারও বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে তার অভিশংসন কোন প্রক্রিয়ায় করা হবে তার জন্য এই বিল। এখানে '৭২-এর সংবিধানে যা ছিল তা-ই আছে। শুধু সামরিক আইনে যা ছিল তা বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, অনেকেই সুপ্রিমকোর্টের আইনজীবীদের সঙ্গে আলোচনা করার কথা বলেন। আমরা আলোচনা তো করতে চাই, কিন্তু আলোচনা কাদের সঙ্গে করব? এক গ্রুপ বিএনপি রোগে রোগাক্রান্ত হয়ে বলেন, ষোড়শ সংশোধনী বিল উত্থাপনের নৈতিক অধিকার এই সংসদের নেই। তাদের সঙ্গে কীসের আলোচনা? আরেক গ্রুপ কী আলোচনা করবে তা তারা নিজেরাই জানেন না। সংগঠনের উপদেষ্টা জাকির আহমেদের সভাপতিত্বে হুমায়ুন কবির মিজিসহ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর